অ্যাকসেসিবিলিটি লিংক

ভোট বাতিল সংক্রান্ত বলসোনারোর দাবি প্রত্যাখ্যান করেছে ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ


প্রেসিডেন্ট জাইর বলসোনারোর লিবারেল পার্টির নেতা ভালদেমার কোস্টা নেটো ব্রাজিলের ব্রাসিলিয়ায় সাধারণ নির্বাচনে ব্যবহৃত ভোটিং মেশিনের অসঙ্গতি তুলে ধরে দলের পরিচালিত একটি তদন্তের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ২২ নভেম্বর, ২০২২।
প্রেসিডেন্ট জাইর বলসোনারোর লিবারেল পার্টির নেতা ভালদেমার কোস্টা নেটো ব্রাজিলের ব্রাসিলিয়ায় সাধারণ নির্বাচনে ব্যবহৃত ভোটিং মেশিনের অসঙ্গতি তুলে ধরে দলের পরিচালিত একটি তদন্তের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ২২ নভেম্বর, ২০২২।

ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর রাজনৈতিক দলের বেশিরভাগ ইলেকট্রনিক ভোটের মেশিনের ব্যালট বাতিল করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এ অনুরোধ রাখা হলে ৩০ অক্টোবরের নির্বাচনের ফলাফল উল্টে যেত।

আলেকজান্দ্রে দ্য মোরেস পূর্বে একটি আদেশ জারি করেন। এই আদেশের ফলে বলসোনারোর নিজের দল, লিবারেল পার্টি এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে- পরোক্ষভাবে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল।

মঙ্গলবার দ্য বেসা বলসেনারো এবং কস্তার পক্ষে ৩৩ পৃষ্ঠার একটি আবেদন জমা দেন যাতে ব্রাজিলের বেশিরভাগ ভোটিং মেশিনে একটি সফটওয়্যারের ভাইরাসের কথা বলা হয়েছে।এতে বলা হয়েছে, এই মেশিনগুলোর অভ্যন্তরীণ লগগুলোতে পৃথক শনাক্তকরণ নম্বরের অভাব রয়েছে এবং এগুলোতে নথিবদ্ধ করা সমস্ত ভোট বাতিল করা উচিত। ডি বেসা বলেছেন, এটি করা হলে বলসেনারো অবশিষ্ট বৈধ ভোটের ৫১ শতাংশ পাবেন।

কোস্টা বা ডি বেসা কেউই ব্যাখ্যা করেননি যে, কীভাবে এই ভাইরাস নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এপি যেসকল নিরপেক্ষ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছে তারা বলেছেন, ভাইরাসটি সম্প্রতি আবিষ্কৃত হলেও ভোটের নির্ভরযোগ্যতাকে এটি প্রভাবিত করে না এবং প্রতিটি ভোটিং মেশিন এখনো অন্যান্য মাধ্যমে সহজেই সনাক্তযোগ্য। দ্য মোরেস তার রায়ে একই কথা উল্লেখ করেছেন।

৩০ অক্টোবর নির্বাচনী কর্তৃপক্ষ ইতোমধ্যেই বলসোনারোর নিয়তি , বামপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট কুইজ ইনাসিও লুলা ডি সিলভা’র বিজয় ঘোষণা করেছে এবং এমনকি প্রেসিডেন্টের অনেক মিত্রও এ ফলাফল মেনে নিয়েছেন। সারা দেশের বিক্ষোভকারীরা এই ফলাফল মেনে নিতে অস্বীকার করেছে। বলসোনারোও এই ফলাফল মেনে নিতে অস্বীকার করেছেন।

বলসোনারো ১ বছরের বেশি সময় ধরে দাবি করছেন যে, ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা জালিয়াতি-প্রবণ। কিন্তু তিনি কখনো এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

XS
SM
MD
LG