শুক্রবার চীন একক আরও একটি দিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছে। দেশজুড়ে শহরগুলো প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে এবং তা প্রয়োগ করছে।
দেশের বাইরে থেকে আসা মানুষের দ্বারা হওয়া সংক্রমণ বাদে বৃহস্পতিবার চীন ৩২ হাজার ৬শ ৯৫টি নতুন স্থানীয় কোভিড-১৯ সংক্রমণ লিপিবদ্ধ করেছে। এর মধ্যে ৩ হাজার ৪১টি উপসর্গযুক্ত এবং ২৯ হাজার ৬শ ৫৪টি উপসর্গবিহীন ছিল। এর একদিন আগে সংক্রমণের সংখ্যা ছিল ৩১ হাজার ১শ ৪৪টি যা ছিল সংক্রমণের পূর্বাতীত রেকর্ড।
বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিং-এ ৪২৪টি উপসর্গযুক্ত এবং ১ হাজার ৪শ ৩৬টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে। স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, আগের দিন ৫শ ৯টি উপসর্গযুক্ত এবং ১ হাজার ১শ ৩৯টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করেছে।
এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হওয়া কোভিড লকডাউন আড়াই কোটি বাসিন্দার শহর আর্থিক কেন্দ্র সাংহাইকে ২ মাসের জন্য পঙ্গু করে দিয়েছিল। বৃহস্পতিবার ৯টি উপসর্গযুক্ত সংক্রমণ এবং ৭৭টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর এক দিন আগে ৯টি উপসর্গযুক্ত সংক্রমণ এবং ৫৮টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছিল।
চীনের দক্ষিণে অবস্থিত গুয়াংজুর জনসংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। বৃহস্পতিবার এ শহরে ২৫৭টি উপসর্গযুক্ত স্থানীয় সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে এবং ৭ হাজার ২ শ ৬৭টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১ দিন আগে ৪২৮টি উপসর্গযুক্ত এবং ৭ হাজার ১শ ৯২টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছিল।
চংকিং-এ বৃহস্পতিবার স্থানীয়ভাবে উপসর্গযুক্ত ২৫৮টি নতুন সংক্রমণ এবং ৬ হাজার ২শ ৪২টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগের দিন উপসর্গযুক্ত সংক্রমণের সংখ্যা ছিল ৪০৯টি এবং উপসর্গবিহীন সংক্রমণের সংখ্যা ছিল ৭ হাজার ৪শ ৩৭টি।