অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনের গুসি শান্তি পুরস্কার পেলেন ডা. দীপু মনি


ফিলিপাইনের গুসি শান্তি পুরস্কার পেলেন ডা. দীপু মনি
ফিলিপাইনের গুসি শান্তি পুরস্কার পেলেন ডা. দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জনসেবা ও কূটনীতির ক্ষেত্রে তার অনুকরণীয় সাফল্যের জন্য গুসি শান্তি পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ম্যানিলায় আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন তিনি।

গুসি শান্তি পুরস্কারটি ফিলিপাইনের ম্যানিলার গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন দিয়ে থাকে। এটি ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন নং ১৪৭৬ দ্বারা বাধ্যতামূলক উদ্যোগ। এটি এমন ব্যক্তি এবং সংস্থাকে স্বীকৃতি দেওয়া হয়, যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজের মাধ্যমে বিশ্ব শান্তি ও অগ্রগতিতে অবদান রাখেন। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বুধবার আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে গুসি শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

ফিলিপিনো ক্লাবে আয়োজিত এবারের (২০২২) আয়োজনে, ১৪টি দেশের (অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজিল, চীন, ভারত, ইতালি, জাপান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নরওয়ে, সৌদি আরব, স্পেন এবং ফিলিপাইন) ১৪জন এই পুরস্কার পেয়েছেন।

দীপু মনি ২০১৯ সালের জানুয়ারি থেকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং ২০০৯ সাল থেকে চাঁদপুর-৩ আসনের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি এবং মানবাধিকার সংক্রান্ত সর্বদলীয় সংসদীয় স্থায়ী কমিটিতে চেয়ারপার্সন ছিলেন ডা. দীপু মনি ।

২০১৮ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ১৫০ বছরের নারী শিক্ষার ইতিহাসে ১৫০ জন নেতৃস্থানীয় নারীর একজন হিসাবে তালিকাভুক্ত হয়েছেন।

XS
SM
MD
LG