অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী নির্বাচনের আগে কোনো সংলাপ না করার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা


আগামী নির্বাচনের আগে কোনো সংলাপ না করার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা
আগামী নির্বাচনের আগে কোনো সংলাপ না করার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো সংলাপ না করার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “অনেকেই বলেন ডায়ালগ করতে হবে, আলোচনা করতে হবে। কাদের সঙ্গে? ঐ বিএনপি, খালেদা জিয়া, তারেক জিয়া, সাজাপ্রাপ্ত আসামি; যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, তাদের সঙ্গে?”

শনিবার (২৬ নভেম্বর) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন, মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন।

আ্ওযামী লীগ সভানেত্রী বলেন “সভা-সমাবেশ করতে বিএনপির কোনো বাধা নেই। তবে সরকারবিরোধী আন্দোলনের নামে তারা যদি অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটায়, তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

শেখ হাসিনা বিএনপিকে সতর্ক করে বলেন, “আপনাদের আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। তবে অগ্নিসংযোগ, মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা ও নিরীহদের ওপর গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা ঘটলে আমরা একজনকেও রেহাই দেব না।”

বক্তব্যে, ২০০১ সালে ক্ষমতায় আসার পর, সারাদেশে নির্যাতন ও দমন-পীড়নের জন্য বিএনপি-জামায়াত শাসনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

XS
SM
MD
LG