অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালীতে ভূমিধসে অন্তত ৮ জনের প্রাণহানী


রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে, ইতালীর ইসকিয়া দ্বীপে ভূমিধসের পর এক আহত ব্যক্তিকে সহায়তা করছেন উদ্ধারকর্মীরা, ২৬ নভেম্বর ২০২২।
রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে, ইতালীর ইসকিয়া দ্বীপে ভূমিধসের পর এক আহত ব্যক্তিকে সহায়তা করছেন উদ্ধারকর্মীরা, ২৬ নভেম্বর ২০২২।

ভারী বর্ষণের কারণে ভূমিধসে ইসকিয়া দ্বীপে আটজনের প্রাণহানী হয়েছে বলে ইতালীর কর্মকর্তারা জানিয়েছেন।

ক্যাসামিচোলা তের্মে-তে অন্তত একটি বাড়ি কাদায় তলিয়ে যায় এবং বেশ কয়েকটি গাড়ি কাদার তোড়ে ভেসে সাগরে চলে যায়। দ্বীপটিতে অবস্থিত ছয়টি শহরের একটি শহর হল ক্যাসামিচোলা তের্মে।

ঐ গাড়িগুলোর একটিতে থাকা দুই আরোহীকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

এর আগের প্রতিবেদনগুলোতে জানানো হয় যে, ১৩ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে এক নবজাতক শিশুও রয়েছে।

দ্বীপটির অন্যান্য যেসব শহর ভূমিধসের কবলে পড়েনি, সেগুলোর বাসিন্দাদেরকে কর্মকর্তারা নিজ বাড়িতে অবস্থান করতে অনুরোধ করেছেন, যাতে করে উদ্ধার অভিযানটি ব্যাহত না হয়।

ইসকিয়া দ্বীপটি টিরেনিয়ান সাগরে অবস্থিত একটি আগ্নেয়গিরি দ্বীপ। দ্বীপটির সবচেয়ে কাছের বড় শহর হল নেপলস এবং সেটি নেপলস থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

নেপলস থেকে জরুরি পরিষেবা কর্মীদের দ্বীপটিতে পাঠানো হয়েছে, কিন্তু খারাপ আবহাওয়ার ফলে দ্বীপটিতে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

ক্যাসামিচোলা তের্মে-তে ২০১৭ সালে এক ভূমিকম্পে দুইজনের প্রাণহানী ঘটেছিল।


XS
SM
MD
LG