অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির সমাবেশের জন্য শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন: ওবায়দুল কাদের


বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ যাতে সুশৃঙ্খলভাবে করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৮ ডিসেম্বরের বদলে ৬ তারিখে অনুষ্ঠিত হবে।

রবিবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানী ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারন সম্পাদক। এসময় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোনো বাধা দেবে না সরকার। তবে, আগুন-লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কানাডার একটি আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে। তাদের রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করা।”

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির মহাসচিবকে প্রশ্ন করেন; বলেন, “দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।” তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে।”

XS
SM
MD
LG