অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাংকিং খাত সম্পর্কে অবহিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৭ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রশাসনিক সংস্কার জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন।

ব্যাংকিং খাতের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান যে বৈঠকে বিষয়টি পরোক্ষভাবে আলোচনা হয়েছে এবং ব্যাংকিং ও অর্থ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ প্রধানমন্ত্রী বলেছেন যে অনেক কথা (ব্যাংকিং খাত নিয়ে) আছে, আসল পরিস্থিতি কী শিগগিরই তা আমাদের জানান।”

ইসলামী ব্যাংকের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “কিছু বহিরাগত ইউটিউব, কিছু ব্যাংকের অবস্থা নিয়ে কথা বলছে। তবুও, বৈঠকে বিষয়টি উপেক্ষা করা হয়নি। বিষয়টিও খতিয়ে দেখা হবে।”

XS
SM
MD
LG