অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে আরও একটি জাহাজ


মেট্রোরেলের মালামাল বহনকারী জাহাজ
মেট্রোরেলের মালামাল বহনকারী জাহাজ
বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে আরও একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। এসপিএম ব্যাংকক নামের ঐ জাহাজটি রবিবার (২৭ নভেম্বর) বিকালে বন্দরের ৭নং জেটিতে নোঙর করে। জাহাজটিতে মেট্রোরেলের চারটি ইঞ্জিন, আটটি রেলের কোচ, ৪০৬টি প্যাকেটে যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক পণ্য রয়েছে। জাপান থেকে আমদানি করা মেট্রোরেলের এটি ১৩তম চালান।
এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় এজেন্ট এনশিয়েট স্টিম শীপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জনান, ৫ নভেম্বর জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। রবিবার বিকাল ৩টায় এসপিএম ব্যাংকক মোংলা বন্দরের জেটিতে নোঙর করেছে।

জাহাজটি জেটিতে নোঙর করার পর, পন্য খালাসের কাজ শুরু হয়। জাহাজ থেকে মালামাল খালাস করে নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। ওয়াহিদুজ্জামান আরও জানান যে এপর্যন্ত ১৩টি চালানে মেট্রোরেলের ১৫২টি কোচ এবং ১২০টি ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল এসেছে।

XS
SM
MD
LG