অ্যাকসেসিবিলিটি লিংক

গোলে পরিপূর্ণ ক্যামেরুন-সার্বিয়া ম্যাচের ফলাফল ৩-৩


বিশ্বকাপ গ্রুপ-জি এর ক্যামেরুন ও সার্বিয়ার ম্যাচটিতে, সার্বিয়ার ফিলিপ কস্টিচ (ডানে) এর সাথে বলের নিয়ন্ত্রণের জন্য লড়ছেন ক্যামেরুনের ক্রিস্টিয়ান ব্যাসোগগ, আল জানুব স্টেডিয়াম, আল ওয়াকরাহ, কাতার, ২৮ নভেম্বর ২০২২।
বিশ্বকাপ গ্রুপ-জি এর ক্যামেরুন ও সার্বিয়ার ম্যাচটিতে, সার্বিয়ার ফিলিপ কস্টিচ (ডানে) এর সাথে বলের নিয়ন্ত্রণের জন্য লড়ছেন ক্যামেরুনের ক্রিস্টিয়ান ব্যাসোগগ, আল জানুব স্টেডিয়াম, আল ওয়াকরাহ, কাতার, ২৮ নভেম্বর ২০২২।

কাতার বিশ্বকাপে সোমবার ক্যামেরুন ও সার্বিয়ার মধ্যকার গোলে পরিপূর্ণ ম্যাচটি ৩-৩ স্কোরে ড্র হয়েছে। এদিন দুই দলই গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে যাওয়ার নিজেদের আশা ধরে রাখার চেষ্টা করে।

দুইটি দলই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোন গোল করতে পারেনি। আগের ম্যাচে সার্বিয়া ২-০ গোলে ব্রাজিলের কাছে এবং ক্যামেরুন ১-০ গোলে সুইজারল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল।

সোমবারের ম্যাচে ২৯ মিনিটে গোলের খাতা খুলে ক্যামেরুন। জ্যঁ-চার্লস ক্যাস্টেলেটো কর্নার কিক-এ ঐ গোলটি করেন।

এর জবাবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সার্বিয়া পরপর দুইটি গোল করে। প্রথমটি আসে স্ট্রাহিনয়া পাভলোভিচ এর হেডার থেকে আর ‍দ্বিতীয়টি করেন সার্গে মিলিনকোভিচ-সাভিচ।

.৫৩ মিনিটে সার্বিয়া ৩-১ গোলে এগিয়ে যায়, যখন অ্যালেকসান্ডার মিটরোভিচ ধারাবাহিক পাসগুলোকে ক্যামেরুনের জালে জড়ানোর মধ্য দিয়ে শেষ করেন।

কিন্তু তার ১০ মিনিটের মধ্যেই খেলায় ফিরে আসে ক্যামেরুন। তারাও পরপর দুইটি গোল করে স্কোরে সমতা নিয়ে আসে।

ভিনসেন্ট আবুবকর সার্বিয়ার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বলকে গোলকিপার ভানইয়া মিলিনকোভিচ এর মাথার উপর দিয়ে গোলপোস্টে পাঠিয়ে দেন। এর মাত্র তিন মিনিট পরেই এরিক ম্যাক্সিম চুপো-মোটিং এর বাঁ-পায়ের শটে বল আবারও ঢুকে যায় সার্বিয়ার গোলপোস্টে।

গ্রুপ-জি এর সূচিতে শুক্রবার ক্যামেরুনের পরবর্তী ম্যাচটি ব্রাজিলের বিরুদ্ধে। একই সময়ে সার্বিয়া মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে ক্যামেরুন ও সার্বিয়া, উভয়কেই নিজেদের জয় নিশ্চিত করতে হবে।

এদিনের অপর খেলাগুলোর মধ্যে, গ্রুপ-এইচ এর ঘানা বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচটিতে, ঘানার পক্ষে মোহাম্মদ কুদ্দুস দুইটি গোল করে ৩-২ স্কোরে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে, নকআউটে পৌঁছনোর লড়াইয়ে এখনও ঘানাকে টিকিয়ে রেখেছে।

XS
SM
MD
LG