বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, চলতি বছর ২৫০ জন মারা গেছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু এই সংখ্যায় পৌঁছায়।
দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর হার ওঠা-নামা করছে, তবে নিয়ন্ত্রণে আসেনি। শনাক্ত-হারও বেশ উচ্চ। আর,ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু-হার। সবশেষ তথ্যানুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যানুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ২৫৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১৮৩ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৮২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৬৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৭৬০জন রোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৬ হাজার ৯৩২জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৩৬ হাজার ২৬৮জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০ হাজার ৬৬৪জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৪ হাজার ৮৫৫জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩৫ হাজার ৫০জন ঢাকার বাসিন্দা। বাকি ১৯ হাজার ৮০৫জন ঢাকার বাইরের বাসিন্দা।