ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় পরিষদের সপ্তম বোর্ডসভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার (২৯ নভেম্বর)। সভায় দক্ষিণ সিটির সব ওয়ার্ডের সবকটিতে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও শরীরচর্চা কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয়। নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের সপ্তদশ বোর্ড সভায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ব্যায়ামাগারসমূহ পরিচালনা নীতিমালা অনুমোদন করা হয়।
পরে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, ডিএসিসির প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগার নির্মাণ করা হবে।মেয়র তাপস জানান, “এখন ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১৭টি শরীরচর্চা কেন্দ্র আছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের সঙ্গে একটি শরীরচর্চা কেন্দ্র রাখতে চাই। সে লক্ষ্যে আমরা নতুন একটি প্রকল্প নিচ্ছি।”
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “আরও ৩৬টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা আছে। বর্তমানে আমাদের ৩৫টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র রয়েছে। আমরা সেটাকে বৃদ্ধি করে ৭৫টি ওয়ার্ডেই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করতে চাই। সেই লক্ষ্যে আমরা সকল জায়গায় শরীরচর্চা কেন্দ্র রাখতে চাই। আমাদের মূল পরিকল্পনা হলো, প্রত্যেক ওয়ার্ডের জনগণের জন্য ব্যায়ামাগার সেবা নিশ্চিত করা।”
নীতিমালা প্রণয়নের প্রেক্ষাপট বর্ণনা করে মেয়র তাপস বলেন, “আমাদের শরীরচর্চা কেন্দ্র গুলো বেশিরভাগই ভঙ্গুর অবস্থায় রয়েছে। কাউন্সিলরগণের সহযোগিতায়, আমরা সেগুলো পরিচালনা করে চলেছি।” তিনি বলেন, “এটা আমাদের কল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক কাজ। এখান থেকে আমরা খুব বেশি রাজস্ব আয় করতে চাই না। আমাদের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ যেন বিপথে না গিয়ে সুস্থ শরীরচর্চায় মনোনিবেশ করতে পারে, সেজন্য প্রত্যেক ওয়ার্ডে আমরা এই ব্যবস্থা রাখতে চাই।”