রোমানিয়ায় নেটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পাশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবার সাথে আলাদা বৈঠকে ইউক্রেনের জন্য নেটোর সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে আরও কঠোরভাবে প্রতিহত করতে ইউক্রেন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র সেনেটের উভয় পক্ষ মঙ্গলবার সমকামী এবং আন্তঃজাতিগত বিবাহ সুরক্ষায় একটি আইন পাস করেছে। এই বিলটি নিশ্চিত করবে যে সমকামী এবং আন্তঃজাতিগত বিবাহগুলি ফেডারেল আইনে সিদ্ধ । ১২ জন রিপাবলিকান বিলের পক্ষে সর্মথন দিয়েছেন।
গবেষকরা মঙ্গলবার একটি রিপোর্টে জানিয়েছে যে জাপানি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইসাই এবং এদের আমেরিকান অংশীদার বায়োজেনের তৈরি একটি পরীক্ষামূলক আলঝেইমার রোগের ওষুধ মস্তিষ্কের অনিবার্য স্মৃতিভ্রংশ কমিয়ে দেয়, তবে বিশেষ রোগীদের জন্য বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকতে পারে।