অ্যাকসেসিবিলিটি লিংক

শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলাপাতা ও কচুপাতায় লিখে বিক্ষোভ


শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর কুড়িগ্রাম জেলা শাখা। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে কলেজ মোড় এলাকায় অবস্থিত জেলা সরকারি গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা কলা পাতা ও কচু পাতায় লিখে শিক্ষা উপকরণের দাম বাড়ার প্রতিবাদ জানায়।

ছাত্র ইউনিয়ন-এর এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান ব্যবস্থায় শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে। আগামী বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দ দাবি করেন তারা। বক্তারা বলেন, “কলেজগুলোতে গবেষণার কাজ সক্রিয় করতে হবে এবং খাতার কাগজ ও কলমও শিক্ষা উপকরণের দাম কমাতে হবে।”

XS
SM
MD
LG