অ্যাকসেসিবিলিটি লিংক

টিটিপি, আঞ্চলিক আল-কায়েদার কমান্ডারদের বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র


পাকিস্তানের কোয়েটা’র উপকণ্ঠে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনাস্থলে একটি ক্ষতিগ্রস্ত ট্রাক পরিদর্শন করছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা, ৩০ নভেম্বর ২০২২। পাকিস্তানি তালিবান হিসেবে পরিচিত, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান হামলার দায় স্বীকার করে।
পাকিস্তানের কোয়েটা’র উপকণ্ঠে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনাস্থলে একটি ক্ষতিগ্রস্ত ট্রাক পরিদর্শন করছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা, ৩০ নভেম্বর ২০২২। পাকিস্তানি তালিবান হিসেবে পরিচিত, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান হামলার দায় স্বীকার করে।

পাকিস্তান বিরোধী এক জঙ্গী নেতা সহ আফগানিস্তানে কার্যক্রম পরিচালনাকারী একাধিক জঙ্গী গোষ্ঠীর বেশ কিছু কমান্ডারকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক বৃহস্পতিবার এই তালিকাভু্ক্তির ঘোষণা দেয়। সংঘর্ষে জর্জরিত দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে, তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে এমন আঞ্চলিক উদ্বেগ বিরাজ করছে যে, সন্ত্রাসীরা আফগানিস্তানের মাটিতে নিজেদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাড়তি স্বাধীনতা ভোগ করছে।

‘ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা’ হল বৈশ্বিক সন্ত্রাসী নেটওয়ার্কটির একটি আঞ্চলিক শাখা। এই শাখার প্রধান ওসামা মেহমুদ এবং তার দুই সহযোগীকে “বৈশ্বিক সন্ত্রাসী” তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও, পাকিস্তানি তালিবান হিসেবে পরিচিত, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর সহকারী প্রধান কারী আমজাদকে, আফগানিস্তানে অবস্থিত তাদের ঘাঁটিগুলো থেকে পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলা পরিচালনার জন্য তালিকাভুক্ত করা হয়।

বিবৃতিটিতে ‍যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে উদ্ধৃত করে বলা হয়, “সন্ত্রাসীরা যাতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে, [এই তালিকাভুক্তিগুলো] আমাদের সেই নিরলস প্রচেষ্টারই অংশ।”

ব্লিংকেন বলেন যে, “আন্তর্জাতিক সন্ত্রাসীরা আফগানিস্তানে নির্ভয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে আমাদের যে অঙ্গীকার সেটি রক্ষা করতে, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সকল কৌশল প্রয়োগ” অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন যে, আমজাদ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে “কার্যক্রম ও জঙ্গীদের তত্ত্বাবধান করেন”। পাকিস্তানের ঐ প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী এবং সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি’র বর্ধিত আক্রমণের বেশিরভাগই ঐ প্রদেশে সংঘটিত হয়েছে।

এদিকে, টিটিপি শুক্রবার এক বিবৃতিতে, আমজাদকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্তির বিষয়ে নিন্দা জানিয়ে দাবি করে যে, তাদেরকে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে হয় না এবং তারা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য কোন হুমকি নয়। গোষ্ঠীটি দাবি করে যে, তাদের কার্যক্রম পাকিস্তানের ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ।


XS
SM
MD
LG