অ্যাকসেসিবিলিটি লিংক

ডব্লিউএইচও প্রধান: কোভিডে গত সপ্তাহে ৮,৫০০ এরও বেশি লোকের মৃত্যু


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস মধ্য ফ্রান্সের লিয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাডেমির উদ্বোধনের সময় বক্তব্য রাখেন, ২৭ সেপ্টেম্বর, ২০২১
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস মধ্য ফ্রান্সের লিয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাডেমির উদ্বোধনের সময় বক্তব্য রাখেন, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক শুক্রবার বলেন, “কোভিড-১৯ এর কারণে গত সপ্তাহে ৮,৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মহামারীর তিন বছর পরে, যখন সংক্রমণ প্রতিরোধ ও জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে অনেক সরঞ্জাম রয়েছে এসময় এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয় ।”

ড. টেড্রোস আধানম গেব্রেয়েসাস গত শনিবার ডব্লিউএইচও'র কোভিড-১৯ এর ওমিক্রন প্রকরণ ঘোষণার বার্ষিকীতে বলেন, "এটি তার পূর্বসূরি ডেল্টার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি সংক্রামক বলে প্রমাণিত হয়েছে এবং সংক্রমণের তীব্রতার কারণে উল্লেখযোগ্য হারে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।”

ডাব্লিউএইচও প্রধান বলেন, ওমিক্রোন বিবর্তিত হয়েছে এবং "ওমিক্রনের ৫০০ টিরও বেশি ধরণ ছড়িয়ে পড়েছে" এবং তাদের সবগুলি "অত্যন্ত সংক্রামক" এবং " এ ধরনের ভাইরাস একাধিকবার মিউটেশনের মধ্য দিয়ে যায়, যে কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করে না।।”

যদিও ডব্লিউএইচও বিশ্বাস করে যে বিশ্ব "মহামারীর জরুরী পর্যায় শেষ হয়ে গেছে" বলার কাছাকাছি রয়েছে।" বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্কলন অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ ইতোমধ্যে ভ্যাকসিন নেওয়ার কারণে কোভিড সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষিত আছেন। তা সত্ত্বেও, টেড্রোস বলেন, “আমাদের লক্ষ্য এখনও পূরণ হয়নি।“

টেড্রোস সতর্ক করে দিয়ে বলেন, "নজরদারি, পরীক্ষা, সিকোয়েন্সিং এবং টিকা দেওয়ার ক্ষেত্রে ফাঁকগুলি উদ্বেগজনকভাবে এই জীবাণুর একটি নতুন প্রকরণের আবির্ভাবের জন্য নিখুঁত পরিস্থিতি তৈরি করে চলেছে, যা উল্লেখযোগ্য হারে মৃত্যুর কারণ হতে পারে।”

XS
SM
MD
LG