বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার(৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৪১০ জন।সর্বশেষ তথ্য অনুযায়ূ, চলতি বছর ডেঙ্গু সংক্রমণে মোট ২৫৭জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ২০৮জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ২০২জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৪৬৩জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৪১জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৬২২জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৮ হাজার ৬১৯জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৩৭ হাজার ২১৮জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৪০১জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৬ হাজার ৮৯৯জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩৬ হাজার ২২০জন ঢাকার বাসিন্দা। বাকি ২০ হাজার ৬৭৯জন ঢাকার বাইরের বাসিন্দা।