অ্যাকসেসিবিলিটি লিংক

পুরাতন মামলায় বিএনপি নেতা রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার দুটি আদালত। ২০১২ সালের ডিসেম্বরে, রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লাবাহী ট্রাক ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায়, রিজভী আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

সোমবার (৫ ডিসেম্বর) আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান বলেন, অপর দুই অভিযুক্ত হলেন; খন্দকার এনামুল হক ও কাজী রেজাউল হক। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ২০২৩ সালের ২৯ মার্চ দিন ধার্য করেছেন।

এদিকে, ২০২০ সালের মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে সোমবার ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালত-এর জেনারেল রেজিস্ট্রার শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, সময় আবেদন খারিজ করে এ পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী। ৪৫ জন অভিযুক্ত ব্যক্তির মধ্যে ১৩ জন আদালতে হাজিরা না দিয়ে সময়ের আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২৪ জুন ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করতে অভিযুক্তরা একে অপরের সঙ্গে যোগসাজশে মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের বিপরীতে একটি গাড়িতে আগুন দেয়। পরে, মতিঝিল থানার তৎকালীন এসআই আতাউর রহমান ভূঁইয়া বাদী হয়ে ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন।

XS
SM
MD
LG