অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের কূটনীতিবিদের উপর হামলার ঘটনায় জড়িত আইএস বন্দুকধারী গ্রেফতার, দাবি করেছে তালিবান


আফগানিস্তানের কাবুলে এসে পৌঁছানোর পর পাকিস্তানের মিনিস্টার অফ স্টেট হিনা রাব্বানী খার-কে স্বাগত জানাচ্ছেন পাকিস্তান দূতাবাসের প্রধান উবাইদ-উর-রেহমান, ২৯ নভেম্বর ২০২২। (ফাইল ফটো)
আফগানিস্তানের কাবুলে এসে পৌঁছানোর পর পাকিস্তানের মিনিস্টার অফ স্টেট হিনা রাব্বানী খার-কে স্বাগত জানাচ্ছেন পাকিস্তান দূতাবাসের প্রধান উবাইদ-উর-রেহমান, ২৯ নভেম্বর ২০২২। (ফাইল ফটো)

আফগানিস্তান কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে যে তারা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গী গোষ্ঠীর এক বিদেশী সদস্যকে গ্রেফতার করেছে। আফগানিস্তানে পাকিস্তানের প্রধান কূটনীতিবিদের উপর গত সপ্তাহে চালানো হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এক বিবৃতিতে দাবি করেছেন যে, পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স, উবাইদ-উর-রেহমান নিজামনি’র উপর কাবুলে শুক্রবার গুলি চালানোর ঘটনাটি পাকিস্তানে অবিশ্বাস সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছিল।

ইসলামিক স্টেট ঐ হামলার জন্য দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে বলে যে, ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ বা আইএসআইএস-কে নামের তাদের আঞ্চলিক শাখার দুই সদস্য হামলাটি পরিচালনা করে।

টুইটারে মুজাহিদ লিখেন যে আটককৃতরা “ভিন্ন দেশের নাগরিক এবং দায়েশ-এর সদস্য”। তিনি এ লেখায় আইএসআইএস-কে এর স্থানীয় নামটি ব্যবহার করেছেন। তবে সন্দেহভাজন ব্যক্তিরা কোন দেশ থেকে এসেছেন তা তিনি জানাননি। ঐ মুখপাত্র দাবি করেন যে হামলাটি আইএসআইএস-কে এবং তালিবান বিরোধীদের যৌথ পরিকল্পনায় করা হয়েছিল।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন যে, নিজামনি দূতাবাস চত্বরের ভেতরেই দুপুরবেলা প্রতিদিনের মতই হাঁটছিলেন, যখন কাছের এক ভবন থেকে বন্দুকধারীরা তার উপর গুলি চালাতে আরম্ভ করে। তিনি অক্ষত অবস্থায় পালিয়ে যান কিন্তু তার পাকিস্তানি নিরাপত্তা রক্ষীর বুকে ও উভয় পায়ে গুলি লাগে।

মুজাহিদ বলেন, “কিছু বিদেশী গোষ্ঠী হামলার পেছনে রয়েছে যার উদ্দেশ্য ছিল এই দুই ভ্রাতৃত্বসুলভ দেশের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করা।” তিনি আরও বলেন যে, গুলি চালানোর হামলার ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং এ বিষয়ে ভবিষ্যতের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানোর বিষয়ে অঙ্গীকার করেন তিনি।

XS
SM
MD
LG