চোট থেকে ফিরে এসে নেইমার এই ম্যাচে এবারের বিশ্বকাপে তার প্রথম গোলটি করলেন। ছন্দে ফিরে আসা নেইমার এই গোলের মধ্য দিয়ে পেলের অল টাইম রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে গেলেন। ব্রাজিলের পক্ষে এখন তার মোট গোল সংখ্যা ৭৬, পেলের চাইতে মাত্র একটি গোল কম।
ব্রাজিল বড় ব্যবধানে পরাজিত করলো এশিয়ার দেশ দঃ কোরিয়াকে। এর আগে অসুস্থ পেলে বলেন তিনি সাও পাওলোর হাসপাতাল থেকে খেলা দেখবেন।
নেইমার বলেন, তিনি তার চোট নিয়ে খুব ভয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক মত হয়েছে।
ম্যাচের পর তিনি পেলের ছবিসহ একটি ব্যানার বহন করেন। পরে ব্রাজিল দলের সবাই ঐ ব্যানারের সাথে ছবি তোলে।
ব্রাজিলের পক্ষে ভিনিসিয়াস জুনিয়র, রিকার্লিসন এবং লুকাস বাকি ৩টি গোল করেন।
৮২ বছরের পেলে শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতার জন্য বর্তমানে চিকিৎসাধীন আছেন।