মিয়ানমারের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে, থাইল্যান্ডের উপকূলবর্তী এলাকায় আটকে পড়া এক নৌকা থেকে ১৫০ জনেরও বেশি রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
সামরিক জান্তার এক বিবৃতিকে উদ্ধৃত করে এজেন্সি-ফ্রান্স প্রেস (এএফপি) জানিয়েছে যে, নৌকাটিতে ১০৬ জন পুরুষ ও ৪৮ জন নারী ছিলেন এবং সেটিকে একটি তেল খনির কাছে দেখতে পাওয়া যায়। তেলখনিটি রাষ্ট্রীয় মিয়ানমার অয়েল ও ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যৌথভাবে পরিচালনা করে।
বিবৃতিতে আরও বলা হয় যে, বুধবার দিনের শেষদিকে উদ্ধারের জন্য খনিটি থেকে দুইটি নৌকা পাঠানো হয়।
মিয়ানমারে নিপীড়ন ও বাংলাদেশের শরণার্থী শিবিরের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, মুসলিম প্রধান রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা প্রতিবছরই সাগর পাড়ি দিতে এক ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা চালান।