শীত আসার সাথে সাথে ইউক্রেনের জ্বালানি এবং অন্যান্য অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আক্রমণের মোকাবিলা করতে যারা ইউক্রেনকে আরও উন্নত অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদেরকে যারা আহ্বান জানাচ্ছেন তাদের দলে যোগ দিলেন নেটোর প্রাক্তন মহাসচিব অ্যান্ডার্স রাসমুসেন।
রাসমুসেন একা নন যিনি কিনা আরও উন্নত অস্ত্র ব্যবস্থার জন্য ইউক্রেনের আবেদনে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছ থেকে আরও প্রবল প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ১৬ জন সিনেটরের দ্বিদলীয় একটি গোষ্ঠী গত মাসের শেষের দিকে বাইডেন প্রশাসনকে এমকিউ-১সি গ্রে ঈগল নামে পরিচিত একটি অত্যাধুনিক মনুষ্যবিহীন ড্রোন ব্যবস্থার জন্য ইউক্রেনের অনুরোধ “সতর্কভাবে পুনর্বিবেচনা” করার আহ্বান জানিয়েছে।
সিনেটররা ২২ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে পাঠানো একটি চিঠিতে বলেছেন, “ইতোমধ্যে সরবরাহকৃত দূরপাল্লার গুলি চালাতে সক্ষম অস্ত্রগুলোর সাথে এমকিউ-১সি রুশ বাহিনীকে উৎখাত করতে এবং অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার করার জন্য ইউক্রেনকে অধিকতর প্রাণঘাতী অস্ত্রের ব্যবস্থা করে দেয়।”
দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম এই চিঠির কথা প্রকাশ করা হয়। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট। তিনি বলেছেন, তার যৌবনে তিনি হোমস্টে কর্মসূচীর অধীনে ইউক্রেনে সময় কাটিয়েছেন যা ওই অঞ্চল সম্পর্কে তার মতামত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এটিতে সশস্ত্র পরিষেবা কমিটির বিদায়ী সদস্য রিপাবলিকান জেমস ইনহোফ, রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট টিম কাইন, জো মানচিন এবং মার্ক কেলি স্বাক্ষর করেছেন।
ভয়েস অফ আমেরিকা জর্জিয়া বিভাগকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেছেন, তিনি কিছু সময়ের জন্য ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন “বৃদ্ধি করতে চেয়েছিলেন।”