অ্যাকসেসিবিলিটি লিংক

শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া


বিশ্বকাপে ব্রাজিল পেনাল্টি শুট আউটে পরাজিত হবার পর ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা উল্লাস করছেন। ৯ ডিসেম্বর, ২০২২।
বিশ্বকাপে ব্রাজিল পেনাল্টি শুট আউটে পরাজিত হবার পর ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা উল্লাস করছেন। ৯ ডিসেম্বর, ২০২২।

বিশ্বকাপের অন্যতম প্রধান আকর্ষণ ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল পায়নি। এক্সট্রা টাইমে ব্রাজিলের নেইমার দক্ষতার সাথে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ঢুকে পড়েন এবং দর্শনীয় একটি গোল উপহার দেন।

কিন্তু ক্রোয়েশিয়া মনোবল না হারিয়ে দ্রুত খেলায় সমতা ফিরিয়ে আনে।

পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়া ৪-২ ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে।

ম্যান অফ দ্য ম্যাচ ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ বলেন, "পেনাল্টি শুটআউটে আমরা যোদ্ধা, আমাদের সমস্ত উজাড় করে দিয়েছি। আমরা অভিজ্ঞ, যোদ্ধার প্রশিক্ষণ নিয়ে আমরা এসেছি"।

"আমরা সবকিছু দিয়ে খেলেছি, আর সেটাই আমাদের সাফল্যের কারণ।"

এই জয়ের ফলে ক্রোয়েশিয়া সেমিফাইনালে তাদের স্থান করে নিলো।

XS
SM
MD
LG