সৌদি আরবের কাছে পরাজয়ের মধ্য দিয়ে যে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল, মেসির যাদুকরী দক্ষতায় সেই দল সেমি ফাইনালে জায়গা করে নিল।
প্রথমার্ধে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস দুই দলই সমানে সমানে খেলছিল। ৩৪ মিনিটের মাথায় প্রতিপক্ষের কড়া মার্কিং এড়িয়ে মেসি একটি নিখুঁত পাস ঠেলে দেন পেনাল্টি বক্সের ভেতরে সতীর্থ মলিনার দিকে। মুহূর্তে মলিনার টোকায় বল জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলে মেসি এই বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি করেন। এর ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ ১০ গোল করা বাতিস্তুতার রেকর্ডটি তিনি স্পর্শ করলেন।
নেদারল্যান্ডস অল্প সময়ের ভেতর পালটা গোল করে আশা জিইয়ে রাখে। খেলা শেষ হবার ঠিক আগে আরেকটি গোল করে তারা ২-২ গোলে সমতা ফিরিয়ে আনে।
শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে নির্ধারিত হয় খেলার ফলাফল। আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেস একাধিকবার পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিৎ করেন।
খেলার পর মেসি বলেন, " আমাদের ভুগতে হয়েছে। তবে আমরা জিতেছি।"
আগামী মঙ্গলবার সেমি ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া।