ফিলিপাইনের রাজধানীতে শনিবার শত শত মানুষ মিছিল করেছেন। তারা বলছেন যে, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এর প্রশাসনের অধীনে হওয়া ক্রমবর্ধমান সংখ্যক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন।
প্রতিবাদকারীদের নেতৃত্ব দিচ্ছে ফিলিপাইনভিত্তিক একটি অধিকার সংস্থা। অন্যায়ের শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচারের দাবি জানাতে, প্রতিবাদকারীরা রাজধানী ম্যানিলার একটি উন্মুক্ত চত্বরে সমবেত হয়ে প্রেসিডেন্টের বাসভবন অভিমুখে মিছিল করে যান। পুলিশের অনুমান অনুযায়ী ৮০০ জনের মত প্রতিবাদকারী মিছিলে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিনেই এই মিছিলটি করা হয়।
কারাপাটান নামক অধিকার গোষ্ঠীটির ক্রিস্টিনা পালাবে বলেন যে, মার্কোস প্রশাসনের বিদ্রোহ-বিরোধী কর্মসূচির অধীনে অন্তত ১৭টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নথিবদ্ধ করেছে সংস্থাটি। এছাড়াও আরও চারটি সহিংসতার ঘটনাও ঘটে যেগুলোর শিকার ব্যক্তিরা প্রাণে বেঁচে যান।
রাজনৈতিক বন্দির সংখ্যাও বেড়ে চলেছে। পালাবে জানান যে, ৩০ নভেম্বর পর্যন্ত ৮২৮ জনকে আটক করা হয়েছে এবং উল্লেখ করেন যে, তাদের মধ্যে অন্তত ২৫ জনকে, জুন মাসে মার্কোস ক্ষমতা গ্রহণের পর গ্রেফতার করা হয়।
এক বিবৃতিতে পালাবে বলেন, “এমন শোচনীয় সংখ্যা সত্ত্বেও, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা কোনই ন্যায়বিচার পাননি। দায়মুক্তির সংস্কৃতি তার কুৎসিত চেহারা প্রদর্শন অব্যাহত রেখেছে।”
আয়োজকরা বলেছেন যে, ম্যানিলা ও দেশটির অন্যান্য এলাকার প্রতিবাদকারীদের মধ্যে এমন সক্রিয়কর্মীদের পরিবারের সদস্যরা রয়েছেন, যারা মার্কোসের বাবা, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের আমলে গুম হয়েছেন বা নির্যাতিত হয়েছেন। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের আমলে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরাও রয়েছেন। দুতার্তের মাদকবিরোধী নির্মম যুদ্ধটি আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তাধীন রয়েছে। যুদ্ধটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছিলেন।