অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২২০ জন


বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২২০ জন।
বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২২০ জন।

বাংলাদেশে এডিস মশাবাহিত ভাইরাস ডেঙ্গু আক্রান্ত হয়ে রবিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে, এই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২২০জন। এদিকে, চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬৬জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১০৪ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১১৬জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৬০জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে, ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৯১ জন। অন্যান্য বিভাগের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৬৯ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত , ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬০ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ১৯৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৮হাজার ৯৭২জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩৭ হাজার ৩৪৯ জন ঢাকার বাসিন্দা। বাকি ২১হাজার ৬২৩ জন ঢাকার বাইরে, ভিভিন্ন জেলায় বসবাস করেন।

XS
SM
MD
LG