অ্যাকসেসিবিলিটি লিংক

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই বন্দির মৃত্যু


কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

বাংলাদেশের গাজীপুরে অবস্থিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তাইজুদ্দিন (৭৬) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯)। সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র জেল সুপার জানান, “সোমবার সকালে কারাগারের ভেতরেই তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।”

“ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দু’জনেই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে;” জানান সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম।

XS
SM
MD
LG