বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য হওয়া সংসদীয় আসনে, উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার (১২ ডিসেম্বর) রাজধানী ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান কমিশনার আলমগীর।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “বিএনপি সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া আসনগুলো খালি ঘোষণা করে জারি করা গেজেট আমরা পেয়েছি। শিগগিরই একটি বৈঠক করে কখন উপ-নির্বাচন হবে সেই সিদ্ধান্ত নেব আমরা।”
গত ১১ ডিসেম্বর বিএনপির সাতজন সংসদ সদস্যের (এমপি) মধ্যে পাঁচজন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন; মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মো. মোশারফ হোসেন (বগুড়া-৪), গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৬), মো. আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) এবং সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশিদ এখন অস্ট্রেলিয়ায় আছেন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া অসুস্থ। তারা স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তবে, শনিবার (১০ ডিসেম্বর) ই-মেইলের মাধ্যমে সাতজন সংসদ সদস্য পদত্যাগপত্র পাঠিয়েছেন।