বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তিনি জামায়াতের আমিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাননি।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক বিবৃতিতে দাবি করেন যে তার বাসা থেকে রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ১০ দফা দাবি ঘোষণা করেন; যা মূলত বিএনপির দাবির সঙ্গে মিলে যায় এবং বিএনপির ঘোষণার ঠিক পরেই ২৪ ডিসেম্বর একটি গণসমাবেশ ঘোষণা করে।
সাত দিনের রিমান্ডে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
এর আগে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায়, তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আবেদনের বিরোধীতা করলে আদালত ৭ দিনের রিমান্ড অনুমোদন করেন।
এদিকে, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) জানিয়েছে যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ডা. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, জামায়াতে ইসলামীর আমির ১০ দফা দাবি ঘোষণা করেছিলেন। যা মূলত বিএনপির কর্মসূচির অনুরূপ।বিএনপির ঘোষণার ঠিক পরেই ২৪ ডিসেম্বর একটি গণমিছিল ঘোষণা করে জামায়াত।