অ্যাকসেসিবিলিটি লিংক

প্লাস্টিক দিন, খাদ্য নিন: সেন্টমার্টিন দ্বীপ বর্জ্যমুক্ত করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগ


সেন্টমার্টিন
সেন্টমার্টিন

বাংলাদেশের প্রবাল প্রাচীর দ্বীপ সেন্টমার্টিন একটি প্রধান পর্যটক আকর্ষণ। প্রতিদিন এখানে প্রচুর প্লাস্টিক বর্জ্য জমা হয়।পর্যটকরা দ্বীপজুড়ে ছড়িয়ে দেন প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগসহ নানা বর্জ্য। সেন্টমার্টিন দ্বীপকে পরিষ্কার করতে এবং প্লাস্টিক বর্জ্যের ঝুঁকিমুক্ত করতে, বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ খুলেছে।

এই স্টোরের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চাল, ডাল ও অন্যান্য প্রয়োজনীয় পন্য দিচ্ছে বিদ্যানন্দ।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিদ্যানন্দের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, “আমরা ১০ -১২ জন স্বেচ্ছাসেবক নিয়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে সমস্ত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করতে সংগ্রাম করছি। এই পরিচ্ছন্নতা প্রচেষ্টায় সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ।”

পোস্টে আরও বলা হয়েছে, এক কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একজন এক কেজি চাল পাবেন, আর তিন কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবেন এক কেজি মসুর ডাল। এই উদ্যোগে সহযোগিতা করার জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

XS
SM
MD
LG