অ্যাকসেসিবিলিটি লিংক

২০২১ সালে ৭ হাজারের বেশি ঘৃণামূলক অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছেঃ এফবিআই


ক্যালিফোর্ডের রোজভিলে একজন ব্যক্তি একটি মসজিদের পাশে একটি বর্ণবাদী গ্রাফিতিকে রং দিয়ে ঢেকে দিচ্ছেন। গ্রাফিতিকে কর্মকর্তারা একটি একটি আপাত ঘৃণামূলক অপরাধ বলে অভিহিত করছেন। ১ ফেব্রুয়ারি, ২০১৭। ফাইল ছবি।
ক্যালিফোর্ডের রোজভিলে একজন ব্যক্তি একটি মসজিদের পাশে একটি বর্ণবাদী গ্রাফিতিকে রং দিয়ে ঢেকে দিচ্ছেন। গ্রাফিতিকে কর্মকর্তারা একটি একটি আপাত ঘৃণামূলক অপরাধ বলে অভিহিত করছেন। ১ ফেব্রুয়ারি, ২০১৭। ফাইল ছবি।

এফবিআই তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, তারা গত বছর ৭ হাজারের বেশি ঘৃণামূলক অপরাধের ঘটনা লিপিবদ্ধ করেছে; যদিও সারা দেশের হাজার হাজার পুলিশ বিভাগ ব্যুরোর নতুন অপরাধ রিপোর্টিং সিস্টেমে কোনো উপাত্ত সংগ্রহে অবদান রাখতে ব্যর্থ হয়েছে।

এফবিআই তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৭ হাজার ২৬২টি ঘৃণামূলক অপরাধের ঘটনা ঘটেছে। ২০২০ সালে ৮ হাজার ২৬৩টি পক্ষপাত-প্রণোদিত অপরাধের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।

কিন্তু পরিসংখ্যানগুলোতে প্রতি বছর ঘৃণামূলক অপরাধ হ্রাসের কোনো সম্ভাবনা দেখা যায় না। এফবিআই কর্মকর্তারা সতর্ক করে উল্লেখ করেছেন যে, দেশের বেশ কয়েকটি বৃহত্তম পুলিশ বিভাগসহ প্রায় চার হাজার আইন প্রয়োগকারী সংস্থা এফবিআই-এর জাতীয় ঘটনা-ভিত্তিক এ প্রতিবেদন ব্যবস্থার (এনআইবিআরএস)-এর অন্যথা কিছু সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

এফবিআই-এর বার্ষিক প্রতিবেদনটি আইন প্রয়োগকারী, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ এবং সম্প্রদায়ের নেতারা যুক্তরাষ্ট্রে ঘৃণামূলক অপরাধের একটি বিস্তৃত পরিমাপক হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করেন।

১৯৯১ সাল থেকে একটি উপাত্ত সংগ্রহ ব্যবস্থা ব্যবহার এফবিআই ঘৃণামূলক অপরাধের পরিসংখ্যান নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। এই ব্যবস্থা ১৯২০-এর দশকে তৈরি হয়েছিল।

এফবিআই ঘৃণামূলক অপরাধকে একটি ফৌজদারি অপরাধ বলে সংজ্ঞায়িত করে, এগুলো “একটি জাতি,ধর্ম,অক্ষমতা,যৌন অভিমুখিতা, জাতি, লিঙ্গ বা লিঙ্গ পরিচয়ের বিরুদ্ধে অপরাধীর পক্ষপাত দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত।”

বাইডেন প্রশাসনের অধীনে বিচার বিভাগ ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়েছে, ফেডারেল ঘৃণামূলক অপরাধের জন্য ৬০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করেছে এবং ৫৫ জনকে দোষী সাব্যস্ত করেছে।

XS
SM
MD
LG