অ্যাকসেসিবিলিটি লিংক

রাজধানী ঢাকায় কাভার্ডভ্যানের চাপায় ২ জন নিহত


মৃতদেহ। (ছবি- অ্যাডোবি স্টক)
মৃতদেহ। (ছবি- অ্যাডোবি স্টক)

বাংলাদেশের রাজধানী ঢাকার রাসেল স্কয়ার এলাকায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান রিকশাকে চাপা দিলে অন্তত দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রাসেল স্কয়ার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের কাছের চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুতগামী কাভার্ডভ্যানটি রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অপর দুজন আহত হন’।

তিনি জানান আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

XS
SM
MD
LG