অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামী লীগের অনুরোধে আগামী ২৪ ডিসেম্বরের গণমিছিলের তারিখ পরিবর্তন করবে বিএনপি


আওয়ামী লীগের অনুরোধে আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিলের তারিখ পরিবর্তন করতে পারে সরকার বিরোধী আন্দোলনে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে আমাদের ধারণা ছিল না। তাই গণমিছিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

তিনি আরও বলেন, ‘সহযোগীদের সঙ্গে বৈঠক করে পরবর্তী তারিখ জানানো হবে। সোমবার (১২ ডিসেম্বর) স্থায়ী কমিটির ভার্চুয়াল মিটিংয়ে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।’

এর আগে ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশে ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের ঘোষণা দেয় বিএনপি।

এদিকে ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকায় আওয়ামী লীগের দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে গত কয়েক দিন ধরেই বিএনপিকে গণমিছিলের তারিখ পরিবর্তনের কথা বলছেন দলের নেতারা।

XS
SM
MD
LG