যুক্তরাষ্ট্র, আসন্ন রুশ ক্ষেপণাস্ত্রগুলিকে গুলি করার জন্য ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা এবং আরো একজন কর্মকর্তা মঙ্গলবার ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, সিদ্ধান্তটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।
সিদ্ধান্তটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায়, উভয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একথা বলেছেন । সিএনএন-এর পক্ষ থেকে প্রথম এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইউক্রেন তার পশ্চিমা অংশীদারদের, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সিস্টেম সহ বিমান প্রতিরক্ষা জন্য অনুরোধ করেছে।রাশিয়া নতুন অর্জিত ইরানি ড্রোনগুলি সহযোগে ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারটি ব্যবহার করছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোর উপর আক্রমণ চালানোর জন্য। তাপমাত্রা হ্রাসের সাথে সাথে জনগনকে উষ্ণ রাখার জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তি সুবিধাসমুহতেও তারা আঘাত হানছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি, বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার প্যাট্রিয়ট ব্যাটারি ট্রান্সফারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "এই মুহূর্তে তার কাছে ঘোষণা করার মতো কিছুই নেই।"
রাইডার বলেন,"আমরা ইউক্রেনকে তাদের জনগণের সুরক্ষার জন্য সর্বোত্তম সমর্থন করতে চাই। তাদের বৃহত্তর অবকাঠামো গুলো রক্ষা করতে এবং আক্রমণগুলি থেকে বাঁচতে সক্ষমতা অর্জনের জন্য উপায় খুঁজতে সহায়তা করতে পারি।"
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা প্রদান করেছে। যার মধ্যে রয়েছে স্টিংগার থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা অস্ত্র – ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা । বৃহত্তর নাসাএমএস এন্টি-এয়ারক্রাফট সিস্টেমগুলিতে বহন করার জন্য তা যথেষ্ট হালকা । এটি স্বল্প থেকে মাঝারি-পাল্লার লক্ষ্যগুলির জন্য বিমান প্রতিরক্ষা দিতে সক্ষম ।
কিন্তু মঙ্গলবার ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত সংবাদদাতাদের বলেন, "আমাদের অস্ত্রাগারে থাকার পরেও ইউক্রেন এখনো বিমান প্রতিরক্ষার মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হয়নি।"
ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের একজন প্রতিরক্ষা বিশ্লেষক অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমেরি বলেন, প্যাট্রিয়ট একটি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল সিস্টেম ।
তিনি ভিওএকে বলেন এটি পরিচালনার জন্য অনেক অর্থ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। প্রতি দফায় প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্রের জন্য খরচ পড়বে ৩০ থেকে ৪০ লক্ষ ডলার। এই বিনিয়োগে তেমন কোন ফল পাওয়া যাবে না।