অ্যাকসেসিবিলিটি লিংক

ফেডারেল স্তরে সমলিঙ্গ, আন্তঃজাতিগোষ্ঠীগত বিয়ের আইনে বাইডেনের স্বাক্ষর


প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনের হোয়াইট হাউজের দক্ষিণ লনে ২০২২ সালের ১৩ ডিসেম্বর Respect for Marriage Act ’এ স্বাক্ষর করছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনের হোয়াইট হাউজের দক্ষিণ লনে ২০২২ সালের ১৩ ডিসেম্বর Respect for Marriage Act ’এ স্বাক্ষর করছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল স্তরে সমকামী এবং আন্তঃজাতিগোষ্ঠীগত বিয়ে সুরক্ষার জন্যে একটি যুগান্তকারী আইনে স্বাক্ষর করেছেন।

আইনটি ১৯৯৬ সালের ডিফেন্স অফ ম্যারেজ অ্যাক্ট বাতিল করে যা ফেডারেল আইনের অধীনে বিয়েকে একজন পুরুষ এবং একজন নারীর মধ্যকার বন্ধন হিসেবে সংজ্ঞায়িত করে থাকে। নতুন এই আইনের ফলে অঙ্গরাজ্যগুলোকে অন্যান্য অঙ্গরাজ্যতে সম্পাদিত সমকামী এবং আন্তঃজাতিগোষ্ঠীগত বিয়েকে স্বীকৃতি দেয়ার অধিকার দেয়। তবে এটি অঙ্গরাজ্যগুলোকে সমকামী এবং আন্তঃজাতিগোষ্ঠীগত বিয়ে নিষিদ্ধ করার আইন পাস করতে বাধা দেয় না।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২০১৫ সালের ওবার্জফেল বনাম হজেস মামলার সিদ্ধান্তে দেশব্যাপী সমকামী বিয়েকে বৈধ করেছে।কিন্তু জুন মাসে আদালতের ডবস বনাম জ্যাকসনের মামলার সিদ্ধান্ত ফেডারেল স্তরে গর্ভপাতের অধিকার নাকচ করে যা অন্যান্য অধিকারের ক্ষেত্রে ফেডারেল সুরক্ষা সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করে।

ডবস বনাম জ্যাকসন মামলার বিচারপতি ক্লারেন্স টমাস লিখেছেন, আদালতের উচিত গোপনীয়তার অধিকারের ওপর ভিত্তি করে অন্যান্য সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা, যেমন বিয়ের অধিকার বা জন্মনিয়ন্ত্রণ ব্যবহারের অধিকারের নিশ্চয়তা। তিনি বলেন যুক্তরাষ্ট্রের সংবিধান এই অধিকারগুলোর নিশ্চয়তা দেয় না। টমাসের মতামতের ফলে আদালত পরবর্তীতে সমকামী দম্পতিদের বিয়ের অধিকার বাতিল করতে পদক্ষেপ নেবে কি না সে সম্পর্কে ব্যাপক উদ্বেগের জন্ম দেয়। সিনেটরদের একটি দ্বিদলীয় দল এই সম্ভাবনা মোকাবিলা করার জন্য রেস্পেক্ট ফর ম্যারেজ অ্যাক্টের ওপর কাজ করেন।

এই মাসের শুরুতে রিপাবলিকানদের উল্লেখযোগ্য সমর্থনে ২৫৮-১৬৯ ভোটে এই আইনটি যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে পাস হয়েছে।

২০২২ সালের মে মাসে মতামত জরিপে ৭১ শতাংশ আমেরিকান বলেছে, তারা সমকামী বিয়ের সমর্থন করে। ১৯৯৬ সালে যখন প্রথম ভোট নেয়া হয়েছিল তখন মাত্র ২৭ শতাংশ ভোটার এ ধরনের বিয়ের সমর্থন করেছিলেন।

XS
SM
MD
LG