অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা এখনো শীর্ষে


বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা এখনো শীর্ষে
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা এখনো শীর্ষে

বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় এখনো শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা ৪৯ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩২৩।

৩০১ থেকে ৪০০ একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ভারতের কলকাতা ও বসনিয়া হার্জেগোভিনার সারায়েভো যথাক্রমে ১৯২ ও ১৯০ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী দুই স্থান দখল করেছে।

এদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোর ‘খারাপ’ ধরা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকা শহর দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। ঢাকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

XS
SM
MD
LG