বুধবার দেশ জুড়ে পেরু ৩০ দিনব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট পেডরো ক্যাসটিলো ক্ষমতাচ্যুত হওয়ার প্রতিবাদে আরম্ভ হওয়া বিক্ষোভের কারণে এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণাটিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, এই ঘোষণায় চলাচলের ও সমাবেশের স্বাধীনতা স্থগিত করার পাশাপাশি, মানুষজনের বাড়ি তল্লাশির বিরুদ্ধে সুরক্ষাগুলোকেও স্থগিত করা হয়েছে।
৭ ডিসেম্বর ক্যাসটিলো ক্ষমতাচ্যুত হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানুষজন মিছিল করেছে। ক্যাসটিলো পেরুর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করার পর আইনপ্রণেতারা তাকে অভিশংসিত করেন। মাঝেমধ্যে সহিংস হয়ে ওঠা এই বিক্ষোভগুলোতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী অ্যালবার্টো পেনারান্ডা বুধবার বলেন যে, ধ্বংসাত্মক ও সহিংস কর্মকাণ্ডগুলো “সরকারের পক্ষ থেকে শক্তিপ্রয়োগ ও কর্তৃত্বসুলভ প্রতিক্রিয়ার দাবি রাখে”।
ক্যাসটিলোর বিরুদ্ধে বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।