মঙ্গলগ্রহে ডাস্ট ডেভিলের শব্দ কেমন হয়? লাল গ্রহটিতে ঘূর্ণায়মান টাওয়ার সরাসরি মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ঘটনাক্রমে একটি নাসা রোভারের মাইক্রোফোন ছিল।
গবেষকদের মতে, আশ্চর্যজনকভাবে এটি শুনতে পৃথিবীর ডাস্ট ডেভিলের মতো যদিও আরো নিঃশব্দ কারণ মঙ্গলগ্রহের পাতলা বায়ুমণ্ডল আরও কম আওয়াজ এবং শান্ত বাতাসের সৃষ্টি করে।
গত বছরও ডাস্ট ডেভিলের আগমন ঘটেছিল তবে তা দ্রুত অতিক্রম করে যায়, যদিও সেই অডিও’র দৈর্ঘ সংক্ষিপ্ত ছিল বলে জানান, নেচার কমিউনিকেশনে প্রকাশিত গবেষণার প্রধান লেখক, ইউনিভার্সিটি অফ টুলুসের নাওমি মারডক।
কয়েক দশক ধরে মঙ্গল গহের ছবি তোলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত শব্দ শোনা যায়নি; মঙ্গলগ্রহে ডাস্ট ডেভিল সাধারণ একটি ব্যাপার। গড় পরিসরে এটি কমপক্ষে ৪শ ফুট (১১৮ মিটার) লম্বা এবং প্রস্থে ৮০ ফুট (২৫ মিটার) ; প্রতি সেকেন্ডে এটি ১৬ ফুট (৫মিটার) গতিতে ভ্রমণ করে।
রোভারের সুপারক্যাম মাইক্রোফোনটি প্রত্যেকবার কয়েকদিনের জন্য ৩ মিনিটের কম সময়ের জন্য চালু করা হয়। মারডক বলেন এটি “অবশ্যই ভাগ্য” যে ডাস্ট ডেভিল ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর উপস্থিত হয়েছিল। তার অনুমান
ডাস্ট ডেভিলের শব্দ রেকর্ড করার সম্ভাবনা ছিল ২০০ ভাগের মধ্যে ১ ভাগ।
তিনি ফ্রান্স থেকে একটি ইমেইলে লিখেছেন, তার প্রথম বছরে সংগৃহীত ৮৪ মিনিটের মধ্যে “শুধুমাত্র একটি ডাস্ট ডেভিল রেকর্ডিং” রয়েছে।