অ্যাকসেসিবিলিটি লিংক

বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন


দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন, গত পাঁচ দশকে আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রদূত লি বলেন, “আমি ২০২৩ সালে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরকে স্মরণীয় করতে, আমাদের যৌথ উদযাপনের অপেক্ষায় রয়েছি; যা দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দুই দেশের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে।”

রাষ্ট্রদূত বলেন যে বিংশ শতাব্দীতে তাদের জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সংগ্রামের মতো একই রকম অস্থির ইতিহাসের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে আন্তরিকভাবে যোগ দিয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন।

XS
SM
MD
LG