অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় ভূমিধসে ১৮ জনের মৃত্যু


কর্পোরাট জেবিপিএম দ্বারা প্রকাশিত এই ছবিতে ২০২২ সালের ১৬ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যের বাটাং কালিতে একটি ক্যাম্পসাইটে ভূমিধসের পরে উদ্ধারকারীরা উদ্ধার এবং অপসারণের অভিযানের সময় কাজ করছেন।
কর্পোরাট জেবিপিএম দ্বারা প্রকাশিত এই ছবিতে ২০২২ সালের ১৬ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যের বাটাং কালিতে একটি ক্যাম্পসাইটে ভূমিধসের পরে উদ্ধারকারীরা উদ্ধার এবং অপসারণের অভিযানের সময় কাজ করছেন।

মালয়েশিয়ার কর্মকর্তারা বলছেন, শুক্রবার ভোরে ভুমিধসে শিশুসহ অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী কুয়ালালামপুরের সীমান্তবর্তী সেলাঙ্গর রাজ্যের একটি খামারে লাইসেন্সবিহীন ক্যাম্পসাইটে অন্তত ১৭ জন মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দল বলে, অনুসন্ধান স্থলটি একটি কঠিন ভূখণ্ডের অংশ... কিছু জায়গায় কোমর সমান গভীর কাদা এবং অনেক পাথর। তারা এক্সক্যাভেটর এবং হাতের সাহায্যে মরিয়া হয়ে বেঁচে থাকা আরও ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছে।

অনুসন্ধান এবং উদ্ধারকারী দলে প্রায় ৪শ জন রয়েছে। তারা ড্রোন এবং বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করছে।

তদন্তকারীরা বলছেন, এক একর জমি জুড়ে (এক হেক্টরের একটু বেশি) ভূমিধসের কারণ কী তা পরিষ্কার নয়।

কিন্তু কর্তৃপক্ষ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছে, ঐ স্থানের দায়িত্বে নিযুক্ত ব্যক্তির কাছে সেখানে ক্যাম্প সাইট করার যথোপযুক্ত লাইসেন্স ছিল না। তাই তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা সম্ভব।

বছরের এই সময় স্কুলগুলোর ছুটি থাকে এবং সারারণত লোকজন পরিবারসহ শহর ছেড়ে তাজা বাতাস উপভোগ করার জন্য পাহাড়ে বেড়াতে আসে।

উদ্ধারকারী দল বলছে, নিহতদের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় দুজনের লাশ পাওয়া গেছে। তাদের ধারণা লাশ দুটি মা ও মেয়ের।

XS
SM
MD
LG