সরকারের একক প্রচেষ্টায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয় বলে উল্লেখ করেছেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম। তাই, সম্মিলিতভাবে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-এ দৈনিক আমাদের সময় আয়োজিত জাতীয় সেমিনারে এ কথা বলেন তাজুল ইসলাম। তিনি বলেন, “সরকারের এককভাবে সাফল্য অর্জন করা কঠিন, আমাদের সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে এসডিজি অভীষ্ট-৬ অর্জনের জন্য সরকারের পাশাপাশি উন্নয়ন অংশীদার ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।যৌথভাবে আমাদের নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।”
এলজিআরডিমন্ত্রী বলেন, “নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা রয়েছে৷ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।” তাজুল ইসলাম বলেন, “উপকূলীয়, পার্বত্য এবং খরা প্রবণ এলাকার জন্য আমাদের ভিন্ন ভিন্ন ভাবে সমাধান বের করতে হবে।”
শহরের দরিদ্র ও ধনী শ্রেণির জন্য আলাদা পানির দর নির্ধারণ করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। বলেন, “গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায় পানির দর বেশি এবং বস্তি এলাকায় পানির দর কম করার ব্যবস্থা করতে হবে।”
এলজিআরডিমন্ত্রী আরও বলেন, “সেমিনার-সিম্পোজিয়াম এর মাধ্যমে জ্ঞান চর্চা সব সময় গুরুত্বপূর্ণ। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে, এগুলোর মাধ্যমে যেন সঠিক তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে যায়।”