অ্যাকসেসিবিলিটি লিংক

সরকারের একক প্রচেষ্টায় এসডিজি অর্জন সম্ভব নয়: এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম


এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম। (ফাইল ছবি)
এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম। (ফাইল ছবি)

সরকারের একক প্রচেষ্টায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয় বলে উল্লেখ করেছেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম। তাই, সম্মিলিতভাবে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-এ দৈনিক আমাদের সময় আয়োজিত জাতীয় সেমিনারে এ কথা বলেন তাজুল ইসলাম। তিনি বলেন, “সরকারের এককভাবে সাফল্য অর্জন করা কঠিন, আমাদের সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে এসডিজি অভীষ্ট-৬ অর্জনের জন্য সরকারের পাশাপাশি উন্নয়ন অংশীদার ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।যৌথভাবে আমাদের নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।”

এলজিআরডিমন্ত্রী বলেন, “নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা রয়েছে৷ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।” তাজুল ইসলাম বলেন, “উপকূলীয়, পার্বত্য এবং খরা প্রবণ এলাকার জন্য আমাদের ভিন্ন ভিন্ন ভাবে সমাধান বের করতে হবে।”

শহরের দরিদ্র ও ধনী শ্রেণির জন্য আলাদা পানির দর নির্ধারণ করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। বলেন, “গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায় পানির দর বেশি এবং বস্তি এলাকায় পানির দর কম করার ব্যবস্থা করতে হবে।”

এলজিআরডিমন্ত্রী আরও বলেন, “সেমিনার-সিম্পোজিয়াম এর মাধ্যমে জ্ঞান চর্চা সব সময় গুরুত্বপূর্ণ। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে, এগুলোর মাধ্যমে যেন সঠিক তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে যায়।”

XS
SM
MD
LG