বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার জেলা সদরে যাওয়ার পথে, শ্রীমঙ্গলে শিশু ও নারীসহ ১৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।রবিবার (১৮ ডিসেম্বর) শ্রীমঙ্গল থানা পুলিশ কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহন থেকে তাদের আটক করে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সাংবাদিকদের জানান,“জেলা পুলিশে কর্মরত একজন পুলিশ পরিদর্শক ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনের গাড়িতে মৌলভীবাজার আসছিলেন। এনা পরিবহনের ঐ গাড়িতে থাকা কিছু যাত্রীকে তার রোহিঙ্গা বলে সন্দেহ হয়। তিনি বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে, শ্রীমঙ্গল থানার এসআই মো. জাকির হোসেন এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেন।”
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং এর টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়।আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানায় পুলিশ।