অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্সটাগ্রামে মেসির রেকর্ড


আর্জেন্টিনার লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর তিনি সতীর্থদের সাথে উদযাপন করছেন। ১৮ ডিসেম্বর, ২০২২।

আর্জেন্টিনার তারকা লিওনেস মেসির দল যখন তাদের বিশ্বকাপ জয় উদযাপন করতে দেশে ফিরেছে, মেসির ইন্সটাগ্রামের পোস্ট একটি রেকর্ড গড়েছে। তার পোস্টটি ঐ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পেয়েছে।

মেসির ওই পোস্টটিতে রবিবারের ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপ ট্রফি হাতে মেসি এবং তার সতীর্থদের একটি ছবি রয়েছে।

মেসি তার ক্যাপশনে লিখেছেন, “বিশ্ব চ্যাম্পিয়ন্স !!!!!!!” সাথে একটি নোটে তিনি লেখেন, এই মুহূর্তটি তিনি অনেকবার স্বপ্ন দেখেছিলেন এবং এটি এতটাই মরিয়া হয়ে চেয়েছিলেন যে স্বপ্নের রেশ এখনো কাটেনি।

ওয়ার্ল্ড_রেকর্ড_এগ নামে একটি অ্যাকাউন্টের ২০১৯ সালের একটি ডিমের ছবিতে ৫ কোটি ৬০ লাখের বেশি লাইককে মেসির পোস্টটি ছাড়িয়ে গেছে।

XS
SM
MD
LG