অ্যাকসেসিবিলিটি লিংক

নাৎসি ক্যাম্পের সাবেক সেক্রেটারিকে দোষী সাব্যস্ত করেছে জার্মান আদালত


নাৎসিদের স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পের কার্যক্রমে সহায়তা করার দায়ে অভিযুক্ত ইরমগার্ড ফর্কনার জার্মানির ইটজেহোতে তার বিচারের রায়ের জন্য আদালতে পৌঁছেছেন। ২০ ডিসেম্বর, ২০২২।
নাৎসিদের স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পের কার্যক্রমে সহায়তা করার দায়ে অভিযুক্ত ইরমগার্ড ফর্কনার জার্মানির ইটজেহোতে তার বিচারের রায়ের জন্য আদালতে পৌঁছেছেন। ২০ ডিসেম্বর, ২০২২।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টুথফ নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ১০ হাজারেরও বেশি মানুষকে হত্যায় ভূমিকা রাখার জন্য মঙ্গলবার জার্মানির একটি আদালত ৯৭ বয়সী একজন নারীকে দোষী সাব্যস্ত করেছে।

জার্মানির গণমাধ্যম জানিয়েছে, ইটজেহো রাজ্যের আদালত ইরমগার্ড ফর্কনারকে দুই বছরের বিলম্বিত সাজা দিয়েছে।

তার বিরুদ্ধে ১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সালের মধ্যে বন্দী ব্যক্তিদের পরিকল্পিতভাবে হত্যা করার ক্ষেত্রে ক্যাম্পের নেতাদেরকে সহায়তা এবং মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছিল।

প্রতিপক্ষের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, ফর্কনার হত্যাকাণ্ড সম্পর্কে জানতেন- তা প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি।সমাপনী বিবৃতিতে তিনি বলেন, স্টাফহফ-এ থাকার জন্য তিনি দুঃখিত এবং অনুতপ্ত।

বর্তমান পোল্যান্ডের গডানস্কের কাছে শিবিরে আনুমানিক ৬৫ হাজার মানুষ নিহত হয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জার্মানিতে হয়ত সর্বশেষ বিচার কার্যক্রমের মধ্যে এটি একটি।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG