ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার বলেছেন, "সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে" ইউক্রেন এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সমর্থনের জন্য আমেরিকান নেতাদের এবং "সাধারণ আমেরিকানদের" ধন্যবাদ জানাতে, তিনি বুধবার ওয়াশিংটনে যুদ্ধকালীন সফর করেন। এসময় তিনি প্রতিশ্রুতি দেন, যুদ্ধের অবসান ঘটাতে চেষ্টা করার জন্য "কোন রকম আপস" করা হবে না।
তাঁর দেশের প্রতিরক্ষার জন্য সমর্থন অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে কংগ্রেসে একটি আবেগপূর্ণ ভাষণ প্রদান করেন জেলেন্সকি। তিনি গত এক বছরে যুক্তরাষ্ট্রের কয়েকশ’ কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তাকে রাশিয়াকে পরাজিত করার জন্য ইউক্রেনের প্রচেষ্টার জন্য অত্যাবশ্যক বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে আরও বেশি সহায়তা দেয়ার জন্য আবেদন করেছেন।
যারা এখানে এবং বাড়িতে বসে তাঁর এই ভাষণ দেখছেন, তাদের সবাইকে আশ্বস্ত করতে তিনি বলেন, "আপনাদের টাকা কোনো দান নয়। এই টাকা বিশ্বব্যাপী নিরাপত্তা এবং গণতন্ত্রের স্বার্থে একটি বিনিয়োগ, যা আমরা সবচেয়ে দায়িত্বশীল উপায়ে খরচ করছি।"
প্রেসিডেন্ট জো বাইডেন ওভাল অফিসে জেন্সেকিকে স্বাগত জানানোর পর, কংগ্রেসে তাঁর ভাষণে জেলেন্সকি বলেন, "জাতি হিসাবে ইউক্রেনের অস্তিত্বের অধিকারের উপর নৃশংস হামলার জবাবে" যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন তাদের "একতাবদ্ধ প্রতিরক্ষা" কর্মসূচি অব্যাহত রাখবে।"
আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে, ইউক্রেনীয় নেতা ভবিষ্যদ্বাণী করেন, পরের বছর সংঘাতের একটি "সন্ধিক্ষণ" আসবে, "যখন ইউক্রেনীয় সাহস এবং আমেরিকান সংকল্প অবশ্যই আমাদের অভিন্ন স্বাধীনতার ভবিষ্যতের নিশ্চয়তা দেবে -আমাদের জনগণের মুক্তি, যারা তাদের স্বাধীনতা এবং মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছে।"
জেলেনস্কি কংগ্রেসের সদস্যদের কাছ থেকে তুমুল করতালি পেয়েছেন এবং ইউক্রেনের সংঘর্ষময় দোনেৎস্ক প্রদেশের বাখমুতে সম্মুখ সারির সৈন্যদের দ্বারা অটোগ্রাফ সম্বলিত একটি ইউক্রেনীয় পতাকা আইন প্রণেতাদের সামনে তুলে ধরেন, যা হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের রোস্ট্রামের পিছনে রাখা হয় । পেলোসি তাঁকে একটি আমেরিকান পতাকা উপহার দিয়েছিন, যা সেদিন ক্যাপিটলের ভবনের উপরে উড়ছিল।
ইউক্রেন "কখনও আত্মসমর্পণ করবে না" এই ঘোষণা দিয়ে, জেলেন্সকি সতর্ক করে দেন, সংঘাতের ঝুঁকি শুধুমাত্র তার জাতির ভাগ্যের চেয়েও বড় – এটি বিশ্বব্যাপী গণতন্ত্রের পরীক্ষা ।