অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলি সেনারা পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে


অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক যুবকের মৃতদেহের পাশে এক ফিলিস্তিনি নাগরিক শোক প্রকাশ করেছেন, ২২ ডিসেম্বর ২০২২।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক যুবকের মৃতদেহের পাশে এক ফিলিস্তিনি নাগরিক শোক প্রকাশ করেছেন, ২২ ডিসেম্বর ২০২২।

ইসরাইলি সেনারা বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ইসরাইলি সামরিক বাহিনী এই ঘটনা জঙ্গিদের সাথে সংঘর্ষের ফলাফল বলে জানায়।

ইসরায়েলি সৈন্যরা, তাদের বেসামরিক নাগরিকদের নাবলুস শহরে একটি বিতর্কিত মাজারে নিয়ে যাবার সময় এই গোলাগুলির ঘটনাটি ঘটে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি জঙ্গিরা তাদের সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করে এবং গুলি চালায়। এরপর তারা পালটা গুলি বর্ষণ করে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা মৃত ব্যক্তিকে আহমেদ দারঘমেহ হিসেবে শনাক্ত করেছেন। তিনি নিকটবর্তী একটি শহরের ফুটবলার ছিলেন। এজেন্স ফ্রান্স-প্রেস জানিয়েছে, জঙ্গি সংগঠন হামাস, তাকে তাদের সামরিক শাখার একজন সদস্য হিসেবে দাবি করেছে ।

এই প্রতিবেদনের কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস এবং এজেন্স ফ্রান্স-প্রেস থেকে নেয়া।

XS
SM
MD
LG