অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামী লীগের নেতৃত্বে সিনিয়র-জুনিয়র সমন্বয়ের আশা শিক্ষামন্ত্রী দীপু মনির


শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

আওয়ামী লীগ অতীতে বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে যেভাবে নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতেও তাই করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মাতৃপীঠ সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনীতে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ আওয়ামী লীগ সেই দল, যে দল ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য লড়াই করেছিল, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামকে বিজয়ী করেছিল। তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা বা পুনরুদ্ধারের সমস্ত আন্দোলনের অগ্রভাগে ছিল’।

দীপু মনি বলেন, ‘২৪ ডিসেম্বর যে কমিটি ঘোষণা করা হবে, তাতে নতুন ও সিনিয়রদের সমন্বয় হবে’।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই যেখানে নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের এত বেশি অংশগ্রহণ রয়েছে।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আগামীকাল (শনিবার) আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

XS
SM
MD
LG