ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেন বিষয়ে তাদের হালনাগাদ গোয়েন্দা তথ্যে শুক্রবার জানায় যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে “রাশিয়ার সামরিক বাহিনীর আকার প্রায় ৩০% বৃদ্ধি করে ১৫ লক্ষ সদস্য করার পরিকল্পনা পেশ করা হয়েছে”।
মন্ত্রকটি জানায় যে, বুধবার প্রস্তাবটি দেওয়া হয় এবং , “রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু ব্যাখ্যা করেন যে এই সম্প্রসারণের মধ্যে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত দুইটি ব্রিগেডকে ডিভিশনে উন্নীত করা হবে।”
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী “ফিনল্যান্ড ও সুইডেনের নেটো-তে যোগদানের ফলে অনুমিত হুমকির” কথা উল্লেখ করে এমন পদক্ষেপের পেছনে যুক্তি দেখান।
ব্রিটেনের দেওয়া তথ্যে বলা হয়, “ইউক্রেনে আক্রমণের ফলে রাশিয়ার দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় রাশিয়া কিভাবে নিজেদের বাহিনীর পরিবর্তন করতে চায় সে বিষয়ে এটি প্রথম এক ধরণের ধারণা দিচ্ছে। এ বিষয়টি পরিষ্কার নয় যে রাশিয়া এমন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় লোকবল কিভাবে পাবে যখন কিনা তাদের বাহিনীগুলো ইউক্রেনে নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে।”
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার সান্ধ্যকালীন বক্তব্যে বৃহস্পতিবার বলেন যে, যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রে তার সংক্ষিপ্ত সফরটিতে “ভালো ফলাফল” পাওয়া গিয়েছে।
তার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে জেলেন্সকি বলেন, “আমরা ভালো ফলাফল নিয়ে ওয়াশিংটন থেকে ফিরছি, এমন বিষয়গুলো নিয়ে যা আসলেই সাহায্য করবে।” রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউএস কংগ্রেসকেও ধন্যবাদ জানান। রাশিয়া প্রায় দশমাস আগে ইউক্রেন আক্রমন করে।
জেলেন্সকি বুধবার যুক্তরাষ্ট্র সফর করেন। তিনি বাইডেনের সাথে একান্তে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দেন।