কেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা গত মাসের শান্তি চুক্তির তদারকির জন্য ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে ভ্রমণ করবেন। ইথিওপিয়ার ফেডারেল এবং টিগ্রায় অঞ্চলের কর্মকর্তারা বৃহস্পতিবার গভীর রাতে নাইরোবিতে হওয়া আলোচনায় আফ্রিকান ইউনিয়নকে দুই বছরের সংঘাতের অবসানের তত্ত্বাবধানে এই অঞ্চলে সম্পূর্ণ প্রবেশাধিকার দেয়ার জন্য সম্মত হয়েছেন।
ইথোপিয়ার সামরিক নেতৃত্ব এবং বিদ্রোহী টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্টের প্রতিনিধিরা নভেম্বরে স্বাক্ষরিত শান্তি চুক্তির তত্ত্বাবধানে একটি যৌথ পর্যবেক্ষণ দল গঠন করতে সম্মত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় স্বাক্ষরিত এই চুক্তিটি ফেডারেল সরকার এবং টিপিএলএফ-এর মধ্যে দুই বছরের লড়াইয়ের অবসান ঘটিয়েছে। ওই লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
মধ্যস্থতাকারী দলের সদস্য এবং কেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বৃহস্পতিবার বলেছেন,যুদ্ধরত দলগুলো শান্তি চুক্তিতে একটি সংস্থার নজরদারিতে সম্মত হয়েছে।
মধ্যস্থতাকারীরা এই সপ্তাহে নাইরোবিতে শান্তি আলোচনাকারীদের সাথে সাক্ষাৎ করেছিলেন। তারা টিগ্রায় অঞ্চলে স্বাভাবিকতা ফিরে আসার এবং ইথিওপিয়ায় শান্তি ফিরে আসার ওপর আস্থা প্রকাশ করেছিলেন।
ইথিওপিয়ার সরকার এবং টিগ্রায় বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার যুদ্ধ ২০২০ সালের নভেম্বরে শুরু হয় এবং আমহারা ও আফার অঞ্চলে ছড়িয়ে পড়ে।
শান্তি চুক্তিটি দেশটির উত্তরাঞ্চলের দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
ইথিওপিয়ার নেতারা টিগ্রায় এবং প্রতিবেশী অঞ্চলে বিদ্রোহীদের নিরস্ত্রীকরণের উপায় নিয়ে আলোচনা করতে এবং ইথিওপিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী ইরিত্রিয়ান বাহিনীকে প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য বৈঠক করছেন।
ত্রাণ এবং ব্যাংকিং ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরুদ্ধারসহ শান্তি চুক্তির কিছু বিধান ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে।