অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে অন্তত ৪৪ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে


ইরানে চলমান বিক্ষোভের প্রতি সংহতি প্রদর্শন করতে ও জানামতে ইরানের সরকার কর্তৃক নিহত বিক্ষোভকারীদের প্রতি সম্মান প্রদর্শন করতে, ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে আয়োজিত মিছিল ও প্রার্থনায় অংশগ্রহণকারী প্রতিবাদকারীরা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলের সামনে দিয়ে মিছিল করে যাচ্ছেন।
ইরানে চলমান বিক্ষোভের প্রতি সংহতি প্রদর্শন করতে ও জানামতে ইরানের সরকার কর্তৃক নিহত বিক্ষোভকারীদের প্রতি সম্মান প্রদর্শন করতে, ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে আয়োজিত মিছিল ও প্রার্থনায় অংশগ্রহণকারী প্রতিবাদকারীরা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলের সামনে দিয়ে মিছিল করে যাচ্ছেন।

ইরান থেকে পাওয়া খবরগুলোতে জানা গিয়েছে যে, মাহসা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় সরকারবিরোধী বিক্ষোভগুলো আরম্ভ হওয়ার পর থেকে অন্তত ৪৪ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। মাহসা আমিনি একজন কুর্দি নারী, যিনি হিজাব ঠিকমত না পরায় ইরানের কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হয়েছিলেন।

প্রতিবেদনগুলোতে বলা হয় যে, যদিও ২০ জনের মত আইনজীবীকে আটক অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে, তবুও দুইজনকে দণ্ড দেওয়া হয়েছে – একজনকে ছয়মাসের কারাদণ্ড এবং অপরজনকে এক বছরের কারাদণ্ড। তাদের দুইজনের উপরই দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নভেম্বরে একদল আইনজীবী এক বিবৃতি দেন, যাতে তারা বলেন যে, অনেক মানুষই আর ইসলামী প্রজাতন্ত্রে আগ্রহী নন এবং তারা মানুষজনকে তাদের অসন্তুষ্টির বিষয়ে কথা বলতে উৎসাহ প্রদান করেন।

বেশ কিছু আইনজীবী ঘোষণা দিয়েছেন যে, তারা আটককৃত বিক্ষোভকারীদের পক্ষে বিনামূল্যে আইনী লড়াই করবেন। তবে ইরান স্বাধীন আইনজীবিদেরকে বেশিরভাগ বিক্ষোভকারীদের পক্ষ সমর্থন করতে দিবে না, যদিও কিছু বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের সম্মুখীন হয়ে রয়েছেন। ইতোমধ্যেই অন্তত দুইজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আইন ও মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন যে, বিক্ষোভকারীদের বিচারগুলো নিরপেক্ষ হয়নি কারণ সাক্ষ্যগুলো হয়ত জোরপূর্বক আদায় করা হয়েছে, আর এ ধরণের বলপ্রয়োগের মধ্যে নির্যাতনও রয়েছে।

XS
SM
MD
LG