অ্যাকসেসিবিলিটি লিংক

খ্রিস্টান তীর্থযাত্রীরা বেথলেহেমে বড়দিন উদযাপন করছে


আর্চবিশপ পিয়ারবাটিস্টা পিৎজাবাল্লা বেথলেহেমের চার্চ অফ দ্য ন্যাটিভিটির সেন্ট ক্যাথরিনস চার্চে বড়দিনের মধ্যরাতের সমাবেশে নেতৃত্ব দে্ন, ২৫ ডিসেম্বর, ২০২২।
আর্চবিশপ পিয়ারবাটিস্টা পিৎজাবাল্লা বেথলেহেমের চার্চ অফ দ্য ন্যাটিভিটির সেন্ট ক্যাথরিনস চার্চে বড়দিনের মধ্যরাতের সমাবেশে নেতৃত্ব দে্ন, ২৫ ডিসেম্বর, ২০২২।

দুই বছর ধরে কোভিড বিধিনিষেধের পর বেথলেহেমের রাস্তায় আবার বড়দিনের ভিড় জমেছে। ফিলিস্তিনি খ্রিস্টানদের সংখ্যা ক্রমাগত হ্রাস পেতে থাকায়, চার্চ অফ দ্য ন্যাটিভিটিতে বিশ্বাসীরা যিশুর জন্ম উদযাপন করে থাকে।

সারা বিশ্ব থেকে খ্রিস্টান পর্যটকরা যীশুর জন্ম উদযাপন করতে বেথলেহেমে এসেছেন। যদিও মহামারীর আগের মত ভিড় নেই, তবুও হোটেল এবং রেস্তোঁরাগুলি প্রায় পূর্ণ হয়ে গেছে। যা পশ্চিম তীরে একটি অর্থনৈতিক অগ্রগতি এনে দিয়েছে।

হাজার হাজার মানুষ চার্চ অফ দ্য ন্যাটিভিটিতে জড়ো হয়েছিল। খ্র্রিস্টানরা বিশ্বাস করে যে এখানে যীশুর জন্ম হয়েছিল।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্মকর্তারা বেথলেহেমে এই অনুষ্ঠানে যোগ দেন।

XS
SM
MD
LG